ভেবেছিলাম, সরাসরি স্বর্গে যাওয়ার জন্যে
একটা সিঁড়িপথ তৈরি করবো
মর্তবাসীর কল্যাণ হবে-
হলো না!
কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো; সীতাহরণ... লঙ্কাকাণ্ড
সাজানো সোনারলঙ্কা আমার ছারখার হয়ে গেলো একেবারে!
অনাবশ্যকে জীবন মাটি
যা করবো বলে ভেবেছিলাম
উচিত ছিল যেটা করার
করবো করবো বলেও করা হয়ে উঠলো না আমার!