যে মানুষটা চলে গেছে একেবারে
হাজার খুঁজলেও যে মানুষটাকে
আর পাওয়া যাবে না কোনদিন
তার আবার কিসের জন্মদিন
আর, মৃত্যুদিনই বা কিসের!
সাধারণের এমন দৈনন্দিন কথকতা
রোজকার কতো শোক, কতো গাঁথা
হাজারো জন্মায় যেমন করে
মরেও তেমন হাজারে হাজারে
হাজারো ঢেউয়ের মতো
লক্ষ বুদবুদের মতো; প্রতিদিনে, প্রতিক্ষণে-
বাতাস বয়ে চলে বিরামহীন
ছেদহীন স্রোতস্বিনীও তেমন অবিরাম
মুমূর্ষু পৃথিবীও
ঘুরপাক খেতে খেতে খুঁজে চলেছে
বাঁচবার কোনও এক বিকল্প পথ
অমরত্বের উৎস অমৃতকুম্ভ
একফোঁটা সঞ্জীবনী
বাঁচিয়ে দিতে পারে কতো বিপন্ন প্রাণ
রবীন্দ্রসঙ্গীত সেই সুধারই অপর নাম