‘ওর’ কোন দোষ নেই
‘ওকে’ যে সবাই চায়!
‘সে’ বড্ড গায়েপড়া
গায় গায় আমার; সবসময়
এটা সত্যি, ‘সে’ আমায় বড়ো ভালোবাসে
তবু, আমি যে ‘ওর-ই’ মায়ার ছায়ায় ছায়ায়
পিছুটান আর হাতছানি পরস্পর বিপরীতমুখী
অথচ আমি নিজে তেমাথার মোড়ে,
ঘুরে চলেছি অবিরাম; বিরামহীন চক্রাকারে...