শেষমেশ কিছু ধুলো থেকেই যায়
মাটির সাথে মিশে
মধুলোভী পতঙ্গও
লুঠ করতে পারে না পরাগের সব রেণু!
মধুপ্রকোষ্ঠের বাইরেও;
সবুজ পাতার গায়, ফুল হয়ে বেড়ে ওঠে কেউ কেউ-
ক্ষেতের মাটিমাখা সবজির গায় সদ্যোজাতের গন্ধ
বাজারের ঝুড়িতে; শুধু, লুঠের পসরা
শহুরে উতসবে ধামসা মাদলের আমদানি
না পেলাম সেই মাটি, না সেই সুর!