আজকাল শুধু হেরে যাওয়া,
শুধু গ্লানির মৃত্যুকথা কুরে কুরে খাচ্ছে, সারাক্ষণ
হঠাৎ করে সুরক্ষাবলয় ভেঙে গেলে
অরক্ষিতের যেমন আগলভাঙা অসহায় ছুটে বেড়ানো
প্রাণভয়ে প্রাণটুকু সম্বল করে; পাগলের মতো দিগ্বিদিগ্জ্ঞানশূন্যে
এইসময় যদি একটা ভ্যাকসিন থাকতো!
কর্ণের যেমন কবচকুন্ডল
আজীবন, অজেয় অজর অমর থাকার
সামগ্রিক এক সুরক্ষাব্যবস্থা-
বেশ নিশ্চিত, নিশ্চিন্ত হতে পারতুম তাহলে!
আমৃত্যু মৃত্যুহীন অমরত্বের
আর্জি জানানোর সুযোগ যতবারই হয়েছে,
আশীর্বাদের সঙ্গে ততবারই কিন্তু,
সুকৌশলে জুড়ে দেওয়া হয়েছে-
কোন না কোন, নিশ্চিত মৃত্যুফাঁকফোঁকর
নিঃশেষে যে দিতে এসেছে
সে কি কিছু জমিয়ে রাখতে পারে, নিজের জন্যে!
কবচকুন্ডল-
অমরত্বের নিখাদ নিশ্চিত একমাত্র সহায় সম্বল
তথ্যটা জেনেও,
হাতের তালুতে পেয়েও,
অকাতরে বিলিয়ে দিতে পারল সে, সেটাও!
তবে, আজ আর আমি কিছু চাইবো কেন, নিজের জন্যে!
শুধু, প্রার্থনা করি-
শেষ অবধি যেন জাগিয়ে রাখতে পারি
লড়াই করার অশেষ সংগ্রামশক্তিটুকু,
অমিততেজাঃ সূর্যসন্তানের মতো