হলদে সবুজ লালে
রঙিন খুশির দিন
আমার জন্মদিন।
ভালোবাসায়
উপচে পড়া; উদযাপনের দিন
আমার জন্মদিন।
সোনায় মোড়া
ছোট্টবেলার; উজল আলোর দিন
আমার জন্মদিন।
পক্ষীরাজে তেপান্তরে
হারিয়ে যাওয়ার দিন
আমার জন্মদিন।
আর আজ!
উদযাপন আসে শুধু;
দুঃখ শোকে রোগে ভোগে
দিন গোণার পালা নিয়ে!