বাবার কথা উঠলে
নিতান্ত সাদামাটা সেই শান্ত নদীটার কথা মনে পড়ে!
নিয়মের বাঁধন
দু’পাড়ের অনুশাসন মেনে চলা, নম্র নদীটার কথা মনে পড়ে!
দু’কূল ছাপিয়ে প্লাবন ঘটানোর অহংকার নিয়ে নয়;
বরং বুকের সবটুকু সঞ্চয় বাঁচিয়ে রেখে
সাগর অবধি বয়ে নিয়ে যাবার একমাত্র ব্রত নিয়ে যার, আজীবন পথ চলা!
নদী আশীর্বাদে পুষ্ট সাগর নদীরই বংশধর!
আর, বাবা
সন্তান স্নেহে সাগর গড়ার মহান কারিগর!
আমার বাবা!
গৌরবের পুণ্যতোয়া-গর্বের অন্য আকাশ-অহংকারের ভিন্ন জগত!