এক একদিন মনটা
আপনা আপনিই ভালো হয়ে যায়, কারণ ছাড়াই-
বিষন্নতার ভারে মিইয়ে যাওয়া
সবসময়ের দুঃখ দুঃখ ভাবটা উবে গিয়ে ফুরফুরে হয়ে যায়, নিমেষে-
তা বলে, দুর্বিষহ পরিস্থিতিটা পাল্টায়নি, এতটুকুও-
প্রাণ কেড়ে নেওয়া সেই বি-ভীষণ আস্ফালন জারি রয়েছে, সেই একই রকম বীভৎসতায়
তবুও মনটা গুনগুন করে ওঠে
তবুও সে পেখম মেলে নেচে ওঠে ময়ূররঙা খুশীতে
মৌসুমী বায়ুর সক্রিয় উপস্থিতি
স্বাভাবিক কারণেই আকাশের মুখ এখন ভার,
তবু,
এই নিকষ কালো বিষন্নতার মাঝেও
এক একদিন সে
অকারণে
খিলখিলিয়ে উঠে
রোদ ঝলমলে আনন্দ উদ্ভাসে-
মন কিছুটা সুনীল আকাশের মতো
মলিন মেঘের সাধ্য কি তার উজ্জ্বলতা ঢেকে রাখে