জীবনের পঁচিশটা বছর ঘুমিয়ে নষ্ট করি আমরা
আমি তা হতে দেবো না -
ওই সময়টার পূর্ণ ব্যবহার করবো আমি।
নিত্য নতুন আবিষ্কার হল সময়ের – অবসর থেকে – ঘুম থেকে।
উত্তরোত্তর কলেবরে বৃদ্ধি হল - কাজের সময়।
রাহু যেমন গিলে খায় গোটা চাঁদটাকে
কাজও তেমন, সব - সময়।
কাজের শরীর অকেজো হলো অচিরে।
এখন অখণ্ড অবসর – চিকিৎসকের কড়া নির্দেশে।
বর্ষাকাল
চাষী মহা ব্যস্ত রোপণে – শাবক ধানগাছের।
তারই মাঝে বিড়ির আগুনে খানিক জিরোনো
হালের গোরুও চোখ বুজিয়ে জাবর কাটে
বাঁশির মেঠো সুর ভেসে আসে দূর থেকে-
কাজের মানুষ জারিত হয় আলসেমির আবেশে।