কেউ কেউ গাছের মতো  
নড়ানো যায় না;
কেউ কেউ আবার পাখির মতো
কিছুতেই ধরা দেয় না-

অথচ  
পাখি আপনি ধরা দেয় গাছে
গাছ দুলে ওঠে মহা আনন্দে; পাখি সমাগমে

জগদ্দল গাছটাকে নড়ানো গেল, তাহলে
উড়ন্ত পাখিটাও ধরা দিল শেষমেশ-
মনের মতো সঙ্গ পেলে  
এমন অবাক করা কান্ডকারখানা হয় বইকি!

'আমি হতে পারিনি, তোমার মনের মতো'
                      - এ আমার অকৃতকার্যতা