( প্রিয় কবি সুপর্ণার কবিতার আলোচনায় দেওয়া মন্তব্য-প্রতিমন্তব্যে “অকৃতকার্য” শব্দটি উঠে এসেছিল। সঙ্গত কারণেই তাই, তাঁকেই উৎসর্গ করলাম আজকের এই কবিতাটি)
শুধু, জয়ে পৌঁছনোই কি জীবন?
পথ নয়!
চলা নয়!
বোধ হয় চলতে শেখায়
জীবন চেনায়;পরাজয়
কে বললে?
অকৃতকার্য মানে হেরে যাওয়া, শুধু!
বরং ঠিকানা হারিয়ে;
হারিয়েছে কতো
কৃতকার্য সফলের দল
পচে নষ্ট; পরিপক্ব ফল
নদী নালায় ব্যর্থ; সজল সফল মেঘদল
অসফল কষা সবুজ সব ফল
শাখায় শাখায়
সফল হবার অপেক্ষায়!
অকৃতকার্য সব বৃষ্টিকণা
মেঘ হয়ে ঘুরে বেড়ায়; আকাশের গায়
সফল হবার বিপুল সম্ভাবনায়!