সংরক্ষিত বনাঞ্চলে নিরাপত্তার আশ্বাস
বাঁচিয়ে তুলতে পারে, মৃতপ্রায় বিরল এক গোটা প্রজাতি
তবে, শুধু সংরক্ষণে আগলে কি আর সম্পর্ক বাঁচানো যায়!

রোগ প্রতিরোধে টিকা এক নির্ভরযোগ্য উপায়
যদিও সম্পর্কের ভাঙন প্রতিরোধ; তার কম্মো নয়

বালিয়াড়ি;  ধু ধু বালির চর
নীরস-নিষ্প্রাণ-নিঃসঙ্গ
তবে, একসময় সমুদ্র যে তাকে  
নিয়মিত স্নান করাতো; আদরে-সোহাগে
তার নিদর্শন ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে, এখনো

আজ তাকে পরিত্যাগ করেছে, সমুদ্র
কোনো কারণ ছাড়াই,
দেখাদেখি, মানুষও ছেড়েছে তার সঙ্গ