তাবড় তাবড় অপরাধের কুল কিনারা
সি সি টিভির ফুটেজ খতিয়ে দেখে-
এমন ফুল প্রুফ সিষ্টেম যদি
আপলোড করা যেতো; অশোক বনেও!
আরে! অপরাধ ধরা পড়ুক আর না পড়ুক,
সন্দেহটা তো দূর হতো, মন থেকে-
সন্দেহ চলা শুরু করলে, একবার
সে কি আর সত্যাসত্য তলিয়ে দেখে,
না, কোনো প্রমাণের ধার ধারে!
আগুনকে থামানো গেলেও
উত্তাপ বাগে আনা মুশকিল
তার যে হাওয়ার গতি
কৌতূহলের কানে কানে
উদ্দীপনার ফুঁয়ে ফুঁয়ে-
দুর্যোগ ঘনিয়ে আসার জন্যে,
মেঘ লাগে না; লোকনিন্দে যথেষ্ট-
ঘনীভূত সন্দেহের আঁচে
নির্দোষের গায়ে আগুন ধরানো হয়;আবার
অগ্নিপরীক্ষার ক্লিনচিটকে ব্যঙ্গ করে-