সে, হয়তো কিছুটা জানে শ্রম দিবসের মানে
যার, কাজ খোঁজা ছাড়া- আর, কোন কাজ নেই
তারা হয়তো বলতে পারে
যাদের পরিবার, পরস্পরে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হচ্ছে
শুধুমাত্র পেশার কারনে
কোনটা অধিকার! আর কোনটা অধিকৃত!
হিসেব গুলিয়ে যায়-
শ্রমেরই উৎপাদন অন্ন-বস্ত্র-বাসস্থান
আর, বিনা শ্রমে আমার, আর কতদিন!
কতদিন! আমার এ ভোগ-আমার দুর্ভোগ!
নিজের যোগ্যতা মানের সঙ্গে আপসে আমি রাজি
ছোট-বড়-মাঝারি,যা হোক একটা; আমি যে একটা কাজ চাই