বৃষ্টিধোয়া সূর্য উঠলো এক; অনেকক্ষণ পর! প্রতিদিনের চিরচেনা নয় সে। সে এক অজানা-অচিন-ভিন্ন রঙিন! তবু, দোলাচল! তবুও কিছুটা সংশয় কালো মেঘমুড়ি দিয়ে উঁকি দেয় তখনো!  অবশ্য থাকতে পারলো না বেশীক্ষণ। আচমকা ঘোমটা খসে পড়লো আকাশ-কিশোরীর! মুগ্ধতার মুঠো মুঠো আবির ছড়িয়ে পড়ল নিমেষে; দিগন্তের ক্যানভাসে!
  
    একমুঠো রামধনু নিয়ে এসেছিলাম; তোমায় মাখাবো বলে!