পৃথিবীর জলকণা পৃথিবীরই বুকে নেমে আসে
বৃষ্টি হয়ে
আরোহণ পাল্টে যায়... অবরোহণে।
গভীর টেথিস সাগরের বুক ভরে ওঠে... হিমালয়ের উত্থানে।
জীবনের পথে সময় ছুটে চলে
কখনো দুকূল ছাপিয়ে
কখনো বা, শূন্যতায়...হাহাকারে।
চেনা সম্পর্ক পাল্টে... কেমন অচেনা হয়ে যায়!
পাশের মানুষ পাশ ছেড়ে উঠে যায় অবলীলায়।
কাছে থাকো বা দূরে
তবুও, কেন জানি না
তোমার জন্যে... আজও; মন কেমন করে।