বদ্রুবাবু অবসর নিলেন। যেমনটা আর সবাই নেয়
বিষয় সেটা নয়;
বিষয় হলো,
সবাই আগাগোড়া ডাহা মিথ্যেটাই বলে গেলো!
না, তাঁর সম্বন্ধে কেউ কোনো নিন্দে-মন্দ করেনি; যেমনটা করে রোজ
যেমনটা তাঁর মুণ্ডুপাত, অথবা চরিত্রের সব কালো কাল্পনিক কষ্টার্জিত খোঁজ!
নিত্যনতুন না হলে ঠিক, হজম হয় না খাওয়া
অতএব রঙের পরে রঙ আরো দু-চার কোট! স্বচ্ছন্দেই যায় দেওয়া
আসল মানুষটাকে চিনলো না কেউ কোনদিনও
চেষ্টাও করল না ছোঁয়ার; বুঝতে চাইলো না কেউ; আজও,
শুধু, দুঃখ এটাই, এতদিনের নিন্দে-মন্দে মোটেও সত্যিটা ছিলনা
আর, আজকের ভুরিভুরি প্রশংসায়! শুধুই, সাজানো মিথ্যের বন্যা!