শব্দের ছক নিয়ে করি আমি খেলা,
অভিধান ঘেঁটে ঘেঁটে কাটে সারা বেলা।
বামে দেখি, ডানে দেখি, মিলতে না চায়,
কেটে কেটে দিন শেষ কি বিপদ হায়!
তবু যেন মন টানে শব্দের খেলা,
বাবা বলে, "ফের দ্যাখ, গোড়া থেকে মেলা"।
গোড়া থেকে শুরু করি ফের নিয়ে দম,
শব্দের স্টক বাড়ে এটা কিবা কম!