প্রিয়তমা আমি ভুলে গেছি-
ভুলে গেছি সব কিছুই,
তাই ফেলে আসা সময়ের সব পাপ মুছে
গঙ্গার জলে পবিত্র হয়েছি আজ।
ভুলে গেছি-
কোন এক শেষ বিকেলের ক'নে দেখা আলোয়
কাঁসাই নদীর বাঁকে দেওয়া তোমার প্রথম প্রতিশ্রুতি।
ভুলে গেছি সেই বৃষ্টি ভেজা বিকেল বেলায়
কাশের বনে মিথ্যা লুকোচুরি।
আমি ভুলে গেছি,
ভুলে গেছি সব কিছুই;
ভুলে গেছি সেই প্রথম দেখার স্মৃতি,
যখন তোমার কণ্ঠে উচ্চারিত হয়েছিল,
আমার প্রিয় কবিতা, সুকান্তের 'প্রিয়তমাষু'
আর সাঁজবাতির রূপকথার মত,
ছাতিমের গন্ধ মাখানো হেমন্তের সোনালী সন্ধ্যায়
শিহরিত হয়ে উঠেছিল আমার হৃদয়ের সমস্ত রক্তবিন্দু গুলি...
ভুলে গেছি তাও।
তাই কোন এক মন খারাপের একাকী চাঁদনী রাতে,
অক্লেশে পুড়িয়ে দিয়েছি কবিতার খাতায় লুকিয়ে রাখা
আদর মাখানো তোমার প্রথম চিঠি।
আমি ভুলে গেছি-
ভুলে গেছি সব কিছুই,
তাই ফেলে আসা সময়ের সব কালি মুছে
গঙ্গার জলে পবিত্র হয়েছি আজ।
জানি আজও বসন্ত আসে;
আজও বসন্তে ফোটে ফুল;
চাঁদনী রাতের রুপালি আলো,
আজও আলপনা দেয় আমার পশ্চিমের ব্যালকনিতে।
শুধু বসন্তহীন আমার কবিতার খাতা আজ,
চাওয়া না পাওয়ার চাদরে মোড়া,
সীমাহীন এক বিরহের বর্ণহীন প্রতিচ্ছবি!
তবুও আমি স্বপ্ন দেখি।
তাই অসমাপ্ত মায়া ভেঙে,
লিখেছি নতুন দিনলিপি আজ,
কাঁটাময় অনেকটা পথ একা একা হেঁটে
নিজেকে গুছিয়ে নিয়েছি আজ,
ঠিক একেবারে নিজের মত করে।
সীমাহীন বিরহ ফেলে জীবনের ক্যানভাসে এঁকেছি--
সূর্যোদয়ের এক নতুন ছবি।
আমি ভুলে গেছি,
ভুলে গেছি সব কিছুই.....
ভুলে গেছি তোমার ঔদ্ধত্য, দম্ভ আর সীমাহীন অহংকারের উত্তপ্ত আগুনে
ঝলসে যাওয়া আমার জীবনের কয়েকটা মুহূর্ত...
আমি ভুলে গেছি,
ভুলে গেছি সব কিছু;
তাই ফেলে আসা জীবনের সব পাপ ধুয়ে
গঙ্গার জলে পবিত্র হয়েছি আজ।