সাজানো ফুলে পূজার বেদি রাঙানো তোমার ছবি
নয়ন মেলে তাকিয়ে দেখি আজ পঁচিশের রবি।

রবি মানে প্রানের আবেগ অনন্ত বিস্ময়
বুকের পাঁজরে স্বপ্ন আঁকা এক অদম্য প্রত্যয়।

উঠলো বেজে শঙ্খদ্ধনি বাজলো হৃদয় বিনা
একলা চলার পথ যে তুমি চিনিয়েছিলে কিনা।

উড়িয়েছিলে বিজয় কেতন মনের অগোচরে
আজ তোমার নামেই জয়দ্ধনি বিশ্বচরাচরে।

কোন আগুনের পরশমণি ছুঁইয়েছিলে প্রানে
বিশ্বভূবন মাতোয়ারা তোমার মন্ত্রগানে।

কোন সুদূরের বার্তা আসে তোমার আলিঙ্গনে
অlকুল হৃদয় মন চলে যায় শান্তিনিকেতনে।

গঙ্গাজলে গঙ্গাপূজা কতই আয়োজন
প্রচ্ছদে আজ দাগ লেগেছে, তাই তোমার প্রয়োজন।

ওগো প্রানের পুরুষ রবি ঠাকুর প্রনাম নিও তুমি
আপ্লুত আজ সোনার বাংলা ধন্য ভারতভূমি।