অন্যরকম একটা ভাবনা ক্রমশ মনের মধ্যে ডানা মেলতে চাইছে।
ভীষণভাবে অন্যরকম অন্যরকম।
অন্যরকম আবহ ....অন্যরকম একটা আচ্ছন্নতা।
বহুদিনের জমানো আবেগ, অনুভূতি গুলি ক্রমশ পিছু হটতে হটতে
ফিকে হয়ে আসছে,
একটু একটু করে।
একটু একটু করে ফিকে হয়ে আসছে অহংকারদীপ্ত সোনালী ঐতিহ্যের সুস্পষ্ট প্রতিচ্ছবি গুলি।
কারণটা ঠিক স্পষ্ট নয়।
যেমন স্পষ্ট নয়, কেন এই অসহায়তার দিবারাত্রি!
কেন এই বিভেদের আলোছায়া!
বিভেদের আলোছায়া আজ প্রতি মুহূর্তে আমাদের অস্তিত্বকে বিদ্রুপ করে!
আকাশে বাতাসে ভেসে আসে
অসহায় নিপীড়িত মানুষের হাহাকার,
বুভুক্ষ্য মানুষের চিৎকার।
আজ অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে উঠছে ঘনিয়ে আসা মেঘে।
বেমালুম লুট হয়ে যাচ্ছে অসংখ্য জীবন ও জীবিকা।
সংস্কৃতি চর্চার মুক্তাঙ্গন কলঙ্কিত আজ।
অন্ধকারের বুক চিরে একটা চাপা কান্না বেরিয়ে আসতে চাইছে।
স্মৃতিগুলো ক্রমশ ধূসর হতে হতে তলিয়ে যাচ্ছে বিস্মৃতির কোনো এক অতল সমুদ্রে।
কাঁটাতারের রুক্ষ ঘেরাটোপে ক্রমাগত সীমারেখা আঁকার ব্যাধিতে আক্রান্ত
লাল-কমলা-সবুজে বিভক্ত আমার মাতৃভূমি,
আমার প্রিয় ভারতবর্ষ!
চরম অবিশ্বাস ও সন্দেহের এক নতুন যুগে পা ফেলেছি আজ।
তাই আজ উৎসবের অবহেও চাপা থাকে উৎকণ্ঠা!
উৎসাহের স্রোতেও আজ উদ্বেগের বুদবুদ!
অলিতে-গলিতে কান পাতলে শোনা যায়
বহুযুগের ওপার থেকে ভেসে আসা
অতিপরিচিত প্রতিবাদী কন্ঠস্বর---
"তোমাদের যত অহংকার একদিন ব্যাঙাচির লেজের মত খসে পড়বে,
সময়ের গর্ভে বিলীন হয়ে যাবে তোমাদের সমস্ত দম্ভ আর ঔদ্ধত্য।"
আজ কঠিন কঠোর নিয়মে আবদ্ধ হয়েছে জীবন।
মনের মধ্যে জমতে থাকা ধুলোর পরত সরিয়ে
মাঝেমধ্যে পথ আটকায় সাহসী কৈশোর
সুরক্ষিত শৈশবের আর্জি নিয়ে,
পাল্টে দেওয়ার ইচ্ছা নিয়ে।
সম্প্রীতির সুস্পষ্ট আবহে আবার হয়তো
কোন একদিন জন্ম নেবে নতুন এক ভারতবর্ষ।
হয়তো কিছুটা সত্যি কিংবা সবটুকুই কাল্পনিক।
সময় কাটে আজ অসহ্য অপেক্ষায়।
মাঝে মাঝে মনে হয় সব কিছুই সুদূর নীহারিকা মাত্র।
এলোমেলো চিন্তা গুলো ক্রমশ ভিড় করে চেতনার সবুজ দ্বীপে;
কবে শেষ হবে এই অসহায়তার দিবারাত্রি!
কবে দূর হবে এই বিভেদের আলোছায়া!
কবে শেষ হবে এই আঁধার মোছার যুদ্ধ!
এই কৃষ্ণগহ্বর থেকে মুক্তির পথ বা কোথায়!
অন্যরকম ভাবনা গুলো ক্রমশ মনের মধ্যে ডানা মেলতে চাইছে।
ভীষণভাবে অন্যরকম।