যখন আমার অবুঝ মনের
সবুজ পাখি ডাকে,
ডালিম গাছের ফাঁকে,
মন মাতানো করুন সুরে
বাউল মাঝি হাঁকে,
তখন আমার মন চলে যায়
কাঁসাই নদীর বাঁকে।
যখন আমার স্মৃতির পাতায়
বৃষ্টি বাদল ঝরে,
গাছের পাতা নড়ে,
টুপ-টুপা-টুপ শিশিরকনায়
মায়ের উঠান ভরে,
তখন আমার মন চলে যায়
কাঁসাই নদীর চরে।
যখন আমার গোপন হাসি
চাঁদের আলোয় মেশে,
হঠাৎ দিনের শেষে,
নীলপরীদের দেশ পেরিয়ে
সলমা আঁকা বেশে,
তখন আমার মন চলে যায়
কাঁসাই নদীর দেশে।