বিলেত ফেরত সেই ছেলেটা চালায় দামি গাড়ি,
আমায় দেখে বললে সেদিন, কোথায় তোমার বাড়ি?
আমার বাড়ি অচিনপুরে, শহর থেকে দূরে,
আমার সাথে গেলে তোমায় দেখাই ঘুরে ঘুরে।
সেথায় আছে তালের সারি, নরম সবুজ ঘাস,
সকাল বিকাল দীঘির পারে খৈ রঙা সব হাঁস।
সেথায় ভোরে কোকিল ডাকে, সবুজ গাছে ফল,
দুজন মিলে মাখবো সেথায় সোনাই নদীর জল।
সেথায় মাঠে সোনার ফসল, ছাতিম ফুলের গন্ধ,
দুর্গা দালান, মাটির প্রদীপ, সহজ পাঠের ছন্দ।
সেথায় আছে মায়ের স্নেহ, দুঃখ আছে অল্প,
স্বপ্নে ঘেরা আমার সে গ্রাম রূপকথার-ই গল্প।