আজ ভারতের হৃদয় জুড়ে ফুটুক শুধু জ্ঞানের আলো,
দেশ গঠনের অঙ্গীকারে প্রতিবাদের আগুন জ্বালো।
আগুন যদি জ্জ্বলে তবে জ্জ্বলুক নিজের অন্তরে,
আজ 'ভারত' নামের আবেগটুকু বাঁচিয়ে রাখ পিঞ্জরে।
আহার্য দাও অনাহারে কাঁদছে যারা পথের ধারে,
আজ মুখোশ খোলো ব্যাভিচারের লুটছে যারা নির্বিচারে।
আজ ভারতের আকাশ ছুঁয়ে উড়ছে নিশান স্বাধীনতার,
মিশিয়ে ধূলোয় অহংকারের আর বিদেশী বর্বরতার।
আজ আঠারোর স্পর্ধা হোক রক্তদানের অঙ্গীকারে,
রবীর(রবীন্দ্রনাথ ঠাকুর) আলোয় উঠুক জেগে ঘুমিয়ে যারা অন্ধকারে।
আজ সৃষ্টি সুখের উল্লাসে কদম কদম এগিয়ে দে,
হাজার সুভাষ জন্ম নেবে প্রতিরোধে প্রতিবাদে।
দেশের নেতা আসুক নেমে আমজনতার খোঁজ নিতে,
আজ সকলে উঠুক জেগে জন-গণ-মন সঙ্গীতে।
আজ দৃষ্টি থাকুক কৃষ্টিতে এবং দূরদৃষ্টিতে,
সুজলা সুফলা আমার এদেশ মাতুক নবসৃষ্টিতে।
স্বাধীনতার যুদ্ধে যে জন সিক্ত হলো রক্তস্নানে,
আজ স্মরন করো সেই শহীদে দেশপ্রেমের ভক্তিগানে।
আজ ভারতের হৃদয় জুড়ে জাগ্রত হোক বিবেক ( স্বামী বিবেকানন্দ) বাণী,
রাম রহিমের বিভেদ ভুলে ছড়াক প্রেমের মর্মবাণী।
সাজিয়ে তোল শহীদ বেদী মনখারাপের চেনা ঢঙে,
আজ মিশে যাক সব রং চেতনার তিন রঙে।