বাইশে শ্রাবণ বাদল ঝরে
পরশ লাগে সব প্রাণে,
কোন সুদূরের বার্তা আসে
তোমার গানের গুঞ্জনে!
বাইশে শ্রাবণ মন কেঁদে যায়
বাউল মাঝি সুর ধরে,
তোমার বাণী লহর তোলে
ছন্দ আনে মর্মরে!
বাইশে শ্রাবণ উদাসী হাওয়ায়
তোমায় খুঁজি সবখানে,
আকুল হৃদয় মনটা থাকে
ঠাকুর বাড়ির অঙ্গনে!