***আজকের নারী ***
****সামিনা খাতুন***
আজকের নারী দাসত্ব করে না।।
ভালোবাসা দিয়ে তাকে কেনা যায়।
নারী আজ ফ্যালনা নয়,খেলনা নয়,কোন অত্যাচারী পুরুষের পায়ের তলায় থাকতে বাধ্য নয়।।
নারী আজ আত্মসম্মান নিয়ে বাঁচতে জানে।।
ঘৃণা ভরে সব অসম্মানকে দূরে ঠেলতে পারে।।
নারী আজ আর অবলা নয়----
কোন কারাগারে পিষ্ট হবার জন্য তার জন্ম নয়।।
নারী আজ পুরুষের সাথে তাল মিলিয়ে চলে।।
ভালোবাসার অপমান--ঘৃণা দিয়ে দিতে জানে।।
নারী আজ মন দেখে তার সুখের বসত গড়তে জানে।।
কেঁদে কেঁদে নিজের অস্তিত্বকে শেষ না করে-----
সঠিক মানুষের হাতটা শক্ত করে ধরে নিজের জীবনটাকে নরক থেকে মুক্ত করে জান্নাতের বাগানে নিজেকে সজ্জিত করতে জানে।।
নারী আজ খারাপ পুরুষকে জবাব দিতে
নতুন করে ভালোবাসার রঙে নিজেকে সাজাতে পারে।।
আল্লাহর রাস্তায় থাকা নারী নিজের রাস্তা নিজেই তৈরী করতে জানে।।।
সুন্দর মন যার শুধু তাকেই ভালোবাসতে পারে।।
ভালোবাসতে পারে।।
ভালোবাসতে পারে।।