****সামিনা খাতুন****
সেই মানুষটাকে রাজা করো----
যার রাজত্বের লোভ নাই।।
যার অসাধারণত্ব মানুষের মুখে---
যার নিজের অহংকার নাই।।
সেই মানুষটাকে ধরে আনো----
যার চোখে-মুখে মানুষের জন্য মায়া আছে।
যার নিজের কথা বেশি ভাববার অবসর নাই।।
যার শিক্ষা আকাশ সমান-----
যার কথা মধু সমান।।
যার দয়া পৃথিবী সমান।।
সেই মানুষটাই পারবে মানুষকে বাঁচতে।।
যে মানুষটা মানবতার গান গায়----
যার গায়ে কোন মিথ্যে নামাবলী নাই।।
যার স্বপ্ন শত শত মানুষের স্বপ্ন----
যার খুশি মানুষের খুশিতে।।
এমন একটা মানুষ আনো যার মন শিশুর মতো পবিত্র।।
যে সত্য কথা মুখের উপর বলতে দু'-বার ভাবে না।।
এমন মানুষ পেয়ে গেলে শুধুই স্বাধীন ---
স্বাধীন---চির স্বাধীন।।