পায়েতে নূপুর আমার--নাচি আজ ছম ছমাছম
ছমছম--ছমছম--
অঙ্গে আমার ফাগুন আসে---
মনটা গায় রুম ঝুমঝুম---ঝুম!!

একটু কাছে আসলে
তুমি আমায় ভালোবাসলে---
আমি হবো যে রঙ্গিনী--
তোমার প্রেমে চিরকাল হবো বন্দিনী।।

বাঁশি বাজে মনে আমার তোমার সুর লাগে----
মনটা আমার উড়ু উড়ু তোমায় কাছে ডাকে!!
কি যে কি হয়---পাগল পাগল লাগে-----
বুঝেছি এ মন বুঝি তোমায় ভালোবাসে।।

পড়েছি নূপুর আমি-

*******আমার লেখা গান

*******সামিনা খাতুন**