বর্ষা রে-----
বর্ষা রে-----
ঘন মেঘ বর্ষা রে---
আঁধারে ঢেকে যায় চারিদিক্---
অথৈ জলে ভাসে মন-----
ছুটে চলে দিগ্বিদিক্!!
ঝরঝর ঝরে রে----
মাঠঘাট ঐ ভরে রে----
মন কেমন করে----!
সা-----সা------সা---সা---
ধা পা মা--মা পা ধা-----
আপন মনে তান তুলে।।
প্রেমে প্রেমে ভরে দেব-----
এই আকাশ ----আর ঐ বাতাস---
শনশন বয়-----
অঙ্গে কি যে শিহরণ-------
যেন সাগরও ঢেউ খেলে যায়!
ময়ূর ঐ নেচে যায়-----
ছন্দ তুলে আমার দুই পায়ে------
টিপ টিপ ঐ পানি পড়ছে মোর গায়ে!!
যাব না---যাব না-------
আজ কোনখানে-------
অধীর নয়নে দেখবো তোমার----
রূপের বাহার---------
তোমার মতো সুন্দর বলো কে আছে আর!!
বর্ষা রে---
বর্ষা রে-----
ঘন মেঘ বর্ষা রে-----
********গীতিকার*****
***সামিনা খাতুন****