ভালোবাসি মুখে বলবো না তোমায়----
তোমার উপর অভিমান করবো।
অধিকার দেখাবো।।
তোমার জন‍্য কাঁদবো--
হাসবো।।
তোমার জন‍্য চন্দ্র-সূর্য আর গোটা একখানা পৃথিবী লিখে দেব।।
জান্নাতের দরজা থেকে অপার শান্তি এনে তোমার হৃদয় ভরিয়ে দেব।।
আমার সবটুকু ভালোবাসায় মাখিয়ে পৃথিবীর সব সুখ তোমার আঙিনা জুড়ে এনে দেব।।
তোমার চোখেই আমার চোখ মিলিয়ে দেব।।
আমি তোমার নামে হাজার খানেক রোমান্টিক উপন‍্যাস লিখে তোমায় উপহার দেব।।
আমার মনের সিংহাসনে তোমার জন‍্য সেরা আশ্চর্যের ঘর বানাবো।।
আমি তোমাকে ভালোবেসে শতবার মরেও অমর হবো।।
শুধু তোমার জন‍্যই আমি পৃথিবীটাকে ঢেলে সাজাবো।
আমি তোমার চিরকালের জীবনসাথী হবো।।