***আমি ভালোবাসা চাই***
****সামিনা খাতুন****
আমি যেমন করে ভালোবাসবো----
আমি তেমনই তোমার কাছে ভালোবাসা চাই!!
আমার আত্মা জুড়ে তোমায় জড়াবো বলেই তোমার আত্মাতে জুড়ে যেতে চাই।
আমার নিঃশ্বাসে-প্রশ্বাসে শুধু তোমার ভালোবাসার মধুরতা ছড়াতে চাই।।
এই পৃথিবী,চাঁদ,সূর্য,ঐ নীলাকাশ,তারার বাহার সব তোমার নামে লিখে দিতে চাই।।
আমার জন্য শুধু তোমার হৃদয় জুড়ে বসত চাই।।
আমি আমার আঁচলে,সম্মানে,স্বপ্নে আশাতে তোমাকে বেঁধে রাখতে চাই-----
তোমার মন সিংহাসনে আমার সম্মানের পাহাড় দেখতে চাই।।
আমি বিশ্বাসে,খোদার নামে সপথ করে তোমাকে এ জনমে,জান্নাতে তোমার সাথে সুখের বাসর সাজাতে চাই।।
আর আমি শুধু আমি তোমার একমাত্র প্রেয়সী হয়ে পৃথিবীতে তোমার নাম অলংকৃত করতে চাই।।
আর তোমাকে চিরজনম আমার প্রেমের পাগল প্রেমী করে পেতে চাই।।
আমি তোমার কাছে সত্যিকার পুরুষের চিরতৃপ্ত,
চিরসাধিত,চিরন্তণ ভালোবাসা পেতে চাই।।
মৃত্যুর আগে পর্যন্ত তোমার ভালোবাসার হাত আমার হাতে চাই।।
আমার দুঃখটা,সুখটা তোমার নয়ন জুড়ে লিখিত চাই।।
আমি আমি প্রেমিক পুরুষ চাই!!!!