****রক্ত***
****সামিনা খাতুন****
অন্যায়ের প্রতিবাদ করার জন্য ভালো রক্ত লাগে।।
বুকের অদম্য জোর ভেঙে দেবে পাষাণ কারাগার।।
আঠারো হোক বা ষাট---
মানুষের রক্ত পারে করতে ন্যায় বিচার।।
বদরক্ত-ধারীরা বারবার অন্যায়ের শৃঙ্খল তৈরী করে
মানুষের উপর হেনেছে আঘাত।।
আর মেরুদণ্ড সোজা করে লাল খাঁটি রক্ত বলেছে--
অত্যাচারী নিপাত যাক।।
শয়তান বারবার এজিদ বেশে করতে চেয়েছে সুন্দর সব কিছু ছারখার।।
আর সত্যিকার মানুষ বলেছে না--সইবো না অন্যায়----
শয়তান তোর হার স্বীকার কর।।
যুগে যুগে অনেক ভালো রক্তের বিনিময়ে অসুরের হয়েছে পরাজয়।।
রক্ত বলেছে---রক্ত দিয়েছে জবাব-----
আয় আমার রক্তেই লিখে দেব ইহকাল--পরকালে ইবলিশ শয়তান নাম তোর।।।।।।।।।।।।।।।।