হঠাৎ হঠাৎ কেমন সুবাতাস ভেসে আসে,
মায়াবীর মত কেমন মন্ত্র পড়ে।
ঘুম ঝরে,
ঘুম ভারে বুজেঁ আসে আমার দু চোখ।
তখন আমার আনন্দলোক
বুঝি আমারে পায়।
বিমোহিত করে সুরে মায়ায়,
আলোর যেন দেখা পাই নিজ প্রাণে।
তাইত বসন্ত আমারে এতো টানে,
এতটা গান শোনায়, এতটা ভালবাসে।
বসন্তরে আমি দেখেছি, সে যে আমার কাছে আসে,
রঙ্গিন সাজে সাজে, খেলা করে, রঙ্গিন করে।
আমার তরে তার নির্মল হাসি কেমন আপন।
আমার ভীতি, আমার কাঁপন,
কেমন হাওয়ায় মিলায় যায়, আমি গাইতে পারি, ভাসতে পারি।
আর স্বপ্নচারী
হৃদয় আমার হাসে, আনন্দ করে, খেলা করে, ইচ্ছেমতন।
ক্ষণে ক্ষণে অনুভবে বুঝি, বারেবার তার হৃদয় ছোঁয়া এক অতি আপন
গান, আমার প্রানমেঘে কেমন রৌদ্র হানে।
তাইত বসন্ত আমারে এতো টানে,
এতটা গান শোনায়, এতটা ভালবাসে।