এই হেমন্তে, ভালবাসা অবুঝ হোক।
অবুঝ হোক প্রথম শিশির, প্রথম সাজ,
প্রথম ঝরাপাতাটির শোক,
আর প্রথম যে আলো আজ
প্রাণ পায় খুব। আর,
এই জীবন বন্যায় যা কিছু আমার খুব আপন,
খুব আমার,
হোক এবার তারা খুব অবুঝ মতন,
যেন, সব কিছুতে নিজেকে খুব হারিয়ে ফেলার
আনন্দ খুঁজে পাই, আর এই কাঁচা সোনা
রোদের মতন, সব অচিরেই হোক, এই ক্ষণের, এই বেলার,
খুব সঙে আর খুব রঙে বোনা।
তারপর দেখো, সহসা এক অতি কোমল উষ্ণ আদর সাদরে,
আমার সমগ্রকে কেমন কাছে টেনে নিবে,
খুব সজোরে আঁকরে ধরে,
আমারেই আমার হৃদয়ের খুব গহীনে, খুব নিকটে নিয়ে যাবে,
...... আর সহসা, সব কিছু কেমন সুন্দর, কেমন মায়া।
এই হেমন্তে, তবে ভালবাসা খুব অবুঝ হোক,
অবুঝ হোক খুব, সব চেতনা, ব্যস্ত এই প্রাণের মেলা,
......অবুঝ হোক সব।