এ ধরণীর প্রতিটি রস, প্রতিটি সুন্দর, প্রতিটি আনন্দের
খুব আপন, খুব নিবিড় হতে চেয়েছি আজীবন,
এবং আজীবন আমি তাই চাই।
এটা হয়ত খুব সত্য যে, এই ধরণী নির্মম, এই মানব আকাশ নির্মম,
তবু বারেবার অনুভবে দেখতে পাই, এক গভীর ভালোবাসা,
এক গভীর ভালোলাগা, আমারি চারিপাশে
কেমন মায়াময় হয়ে ছড়ানো।
তাতেই মিশে যেতে চেয়েছি,
সবাইরে চেয়েছি খুব কাছে পেতে, খুব আপন করে কাছে পেতে।
জানি, এই ধোঁয়াটে শহর, কেমন ঘামভেজা ক্লান্ত ক্ষণ,
কোনটিই তো স্বর্গ নয়,
তবে আমি তারে স্বর্গ ভেবেছি,
এবং হঠাৎ কেমন করে সব স্বর্গীয় মনে হয়।
দুঃখ, জরা?
ওদের নিয়ে কাতর হবার পন্থা ভুলে গেছি ঠিক তখনই।
আর এখন শুধু এটুকুই জানি,
যে আমি আমার সকল মুহূর্তে, সকল অণুতে পরমাণুতে,
চেয়েছি শুধুই রঙ,
সকল সৌন্দর্য রঙ।
তারিই সন্ধানে মেলে দিয়েছি, আমার সর্বক্ষণ, সর্ব অস্তিত্ব।
আর চেয়েছি, একজন প্রেয়সীর হৃদয় ছোঁবার অমোঘ মন,
ক’ মুঠো বেদনার মতো সুখ,
সুখের মতো বেদনা,
চেয়েছি, একজন আমি, খুব নিজস্ব যা,
একটি খোলা আকাশ, খুব নিজস্ব যা,
আর একটি গান, যার সুরে আমার সাধের প্রাণ ভোমরা,
পাবে প্রাণ,
পাবে ডানা,
পাবে গুনগুনিয়ে আবার
এই জীবন প্রবাহে জেগে উঠবার সাধ, স্বপ্ন।
আর চেয়েছি, অচেনা কিছু মুখ, অচেনা কিছু আনন্দ,
একটি চেনা সমাপ্তি।
আসলে এসবই, খুব আপন, খুব নিবিড় করে পেতে চেয়েছি আজীবন বন্ধু,
এবং আজীবন......
আজীবন আমি তাই চাই।