হতাশঃ
আবারো ভাবারো ক্ষণেরা , এসেছে ফিরে
বেসেছে ভালো, ভিরেছে আমারে ঘিরে,
দিয়েছে প্রাণ , নিয়েছে আমার যত গান
রাঙ্গিছে, পিয়েছে আমারে, ভাঙ্গিছে ধীরে।
ভাবুকঃ
স্মৃতিরা তবে, কেন এত গৃহমুখী হয়,
সময়ের মত যাযাবর হয় না কেন।
কেন বারেবার, অতীতে ডুবে যেতে ভয়,
স্মৃতিরা কাঁদবে কাঁদুক, তাতে আকাশ ফাটবে কেন।
কবিঃ
কিছু মানুষ পৃথিবীতে নীল হয়ে জন্মায়,
আমি ওমন নীল নই কিংবা নীল হয়ত জানি না।
তবু আমার স্মৃতিদ্বার গোলাপ রাঙা হোক,
সেথায় খেলবে শুধুই আনন্দ, আর কেউ না।
একজনঃ
কেউ না?