ধর্ম গন্ধে উতলা সমাজ;
বিবেক হীনতায় চাপলুশি করে।
ধনী মানুষের আর্থিক চাপে,
দরিদ্ররা আজ রাস্তায় মরে।
রাজা যেনো আর প্রজা দের নয়;
ভুলিয়াছে তার সব রাজনীতি।
মন্ত্রী সন্ত্রী সব কিনে ঝুলি ভরে,
জহির করিছে দেখো মিছা সম্প্রীতি।
মিডিয়া ও আজ হয়েছে দালাল;
সংবাদ ও নাকি কেনা বেচা যায়?
মিথ্যা দেশপ্রেম আজ সবার রক্তে;
দেশবাসী নিয়ে মাথা ব্যথা নাই।
ক্ষুধার তালিকায় নাম তলানিতে;
বেরোজগারে ছেয়ে গেছে দেশ।
শিক্ষিত সমাজও দেশদ্রোহিতার ভয়ে!
এঁটেছে কুলুপ, রয়েছে চুপটি বেশ।
জিনিসের দাম আকাশ ছোঁয়া;
পুঁজিপতি রাও আজ বড়ো বেসামাল।
দুর্বল নীতি আর করের বোঝা চড়ে;
স্বার্থ রক্ষায় রাজার নব অন্তরাল।
রাজায় রাজায় পত্র যুদ্ধ খেলে,
শ্রমিকেরা মরে রেল পাটিতে!
চোরে দের তবু ভরে না কো পেট,
নেই চাল শুধু গরীবের বাটিতে।
রক্ষক ই আজ ভক্ষক হেথা;
হেনস্থার শিকার সমাজ সেবক।
লাইনে দেশ হাটে খালি পায়ে,
মিথ্যা প্রতিশ্রুতি আর জুমলা নাটক।
পড়াশোনা আজ শিকেই উঠেছে,
বেরোজগার আর গেমে ব্যাস্ত তরুণ;
মূর্খই দেশের ভবিষ্যত ভাবে,
শিক্ষার অবস্থা বড়ো ই করুন।
পড়ুয়ারা এখন জেলে জেলে ঘোরে!
মাতালেরা টানে অর্থনীতি;
রাজার হতে আধিকারিকের লাগাম,
সব ভেজালে ভরা নিখাদ দুর্নীতি।
রক্ত দানের মানসিকতা নেই !
সব রক্ত ঝরাতে সিদ্ধহস্ত;
বিজ্ঞান ও আজ লজ্জিত হেথা!
ধর্মের চাদরে ঢেকেছে আস্ত।
পূজনীয় নারী, পূজিত হয়না,
কথা কাহিনী আর মুর্তিতেই শেষ।
আদমখোর সব রাস্তায় ঘোরে,
মা বোন নিয়ে চিন্তার রেশ।
চাষের রাজ্যে অবহেলিত চাষী;
শিশুরাও শ্রমিক, অনাহারে ভোগে!
স্বাস্থ্য সচেতনতা বিলাসিতা যেনো,
ধুঁকছে সকল, ক্ষুধা ও অপুষ্টি রোগে।
মহামারী আর বিদ্বেষে ভরা সমাজ;
নবরূপে আবারও জাগ্রত কবে ?
জাত পাত এর ভেদাভেদ ভুলে
ধর্ম নয়, জাতি ই শ্রেষ্ঠ আসন লবে।
ইতিহাসের বুকে কালো দিন হয়ে
নিয়তির অভিশাপে সবই লেখা রবে,
গরীবের রক্তে রাঙানো ইতিহাসে
সব কিছুই মনে রাখা হবে।