কখনও যদি হটাৎ ই দেখা হয় ..
মুখোমুখি হয়েও আড়চোখে লুকোচুরে
হয়তো যদি হটাৎ ই মেলামেশা হয়
চলার পথে কখনও অনিচ্ছায় অনাদরে
চাপা আর্তনাদ এ, ভেজা চোখে, সেদিন ও ঠিক
হাসি মুখেই তোমাকে করিব সম্বোধন
রাগ অভিমান ভুলে আমি, সেদিনও তোমার রবো
আগে ভালোবাসা হয়ে, আর এখন প্রাক্তন ।
সময়ের স্রোতে যায় বয়ে সব , আমারও গেছে , তবু
রয়ে গেছে কিছু অগোছালো স্মৃতি , স্পষ্ট ভীষণ
প্রায়শই কান্নার রেশ নামে রাতে , আলো আধারে
নোনতা জলে ভাসে পুরানো সুখের স্মৃতিচারণ
কখনও যদি দেখা হয়, আবার ও আগের মত
তুমি আমি কাছাকাছি .. তবুও ছোঁয়া বারণ
যা ছিল হবার হয়ে গেছে সব , স্পর্শের ও শিহরণ ভুলে..
আমরা তো আর আমাদের নয় , কষ্টের ভিড়ে হয়েছি প্রাক্তন ॥