কখনও কি পারবে তুমি ভুলতে বা... ভোলাতে ?
দূরে সরে গেছো বলে এক্কেবারে হারিয়ে যেতে !
আমি যে ছড়িয়ে আছি,  
দুহাত মেলে দাড়িয়ে আছি
ব্যাস্ত এ শহরের প্রতি অলিতে গলিতে ।


হয়তো কখনো জ্যোৎস্না ভরা রাতের আকাশে
ভুল করেও তো চাইবে তুমি, কখনো... হেসে
আমি যে ওদেরই কেও
রাতের শীতল হাওয়া ঢেও
ছুঁয়ে যাবো তোমায় এক পলকে, তোমার গায়ে ঘেঁষে।


প্রতিদিনের ভেজা চুলে একান্তে, আয়নার আগে
লুকিয়ে আমি, তোমার প্রিয় মেকআপের  ব্যাগে
দেবো টুকি অজান্তেই
আলতো ছোঁয়া শিহরনেই
ঠোঁট ছুঁয়ে দেবো, তোমার প্রিয় লিপস্টিকে...লেগে।


তুমি জানো ? তোমার পছন্দের বর্ষার মেঘে
ঝলকে লিখেছি তোমার নাম, আকাশের গায়ে লেগে
বৃষ্টির ফোঁটা হয়ে
ভিজবো তোমার গায়ে
বইবো তোমার দেহে, শিহরণেই জেগে জেগে ...


কখনো ভালোলাগা হয়ে জড়াবো তোমায়,আদ্র ভোর
কুয়াশা হয়ে ভেজাবো অস্তিন, কখনো পায়ের নুপুর
তোমার হাসির আড়ালে শত
খুঁজেছি সুখ আমি যে কত
মাখবো তোমায় আলতো আবেশে, রাতের শেষ প্রহর  ।


চায়ের কাপে তোমার চুমুক, শুষ্ক ঠোঁটে বর্ষা নামে
তোমাকে ঘিরেই পদ্য গদ্য , আবেগী হৃদয় টানে
বসন্তেরই ঝরা পাতায়  
হিজিবিজি সব ডাইরি খাতায়
রামধনু হয় আঁকবো তোমায় ,ঈশান কোণ ।


দেখবে, কখনও পেশেন্ট ওয়ার্ড এ বা তোমার চেম্বারে
দাঁড়াবো তোমার সামনে কখনো হঠাৎই করে
তোমার স্টেথোস্কোপ এর নলে
শুনবে বুকের গভীরও তলে
আজও বাজে তোমারই নাম , হৃদয়ের প্রতিটা সুরে।


অভিমান শেষে যদি কখনো খোঁজো আবারো ফিরে
তাই মিশে রবো তোমার চারিদিকে, পরিচিতের ভিড়ে
আবেগ ছাড়া অনুভূতিহীন
বলো ওভাবে আর থাকবে ক'দিন ?
ভুলিবে কেমনে তুমি, ওগো হাজারও যে স্মৃতি ঘিরে !


বলো হারাবে কোথায় তুমি, পালাবে কোথায় ?
লেখা আছো অভিধানের পাতায় পাতায়
প্রতি বর্ণে ....প্রতি শব্দে
হিজরী-সন , খ্রীষ্ট অব্দে
অনুভবেই বুঝবে তুমি , আজও ভালোবাসি
..........................শুধুই তোমায়।