ও...বুড়ি
বলি ও.... বুড়ি
চল না আকাশে উড়ি
ইচ্ছে মত সাজিয়ে ডানা
মনের সুখে পিরিত করি
বলি ও..... বুড়ি।
বাতাস ভেজা তোরই পরশ
আবেগ ঘন সুপ্ত সাহস
তোরই সাথে মন মিলিয়ে
জীবনের সাথে জীবন জুড়ি
বলি ও.....বুড়ি
চল না পিরিত করি।
হৃদয় ভাসানো উপচে পড়া ঢেও
আমরা পাশে চাই তোরই মত কেও
ভাঙ্গা জীবন সঙ্গী করে
আবারও সপ্ন ফেরি
বলি ও ...বুড়ি
চল না পিরিত করি।
জানি আমি তোর কষ্টে ভেজা বুক
ভুলিয়ে সেসব আয় বাঁধবো নতুন সুখ
সব দুঃখ কবর দিয়ে
আনবো সুখের বারি
বলি ও....বুড়ি
চল না পিরিত করি।
এখনো বাজে হটাৎ করেই হৃদয় ভাঙার ঠেস
বালিশ চাপা মুখের উপর ফুপিয়ে কান্নার রেশ
তার পরেও বেঁচে থাকার নামে
হৃদয়ের বাজি ধরি
বলি ও.... বুড়ি
ওরে ও ....বুড়ি
চল না পিরিত করি।