কখনো কখনো নিজেকে খুব
ভাগ্যবান বলে মনে হয়,
মনে হয় যেটা আমার আছে
সেটা সত্যি খুব স্পেশাল।
কখনো মনে হয় সবার মাঝে হতে -
আমি সেরা টা বেছে নিতে পেরেছি,
মনে হয় একদম আমার
আপন টুকু ফিরে এসেছে ।
ভালোবাসা এবং ভালো লাগার তফাৎ টুকু -
জানলেও সবাই বোঝে না
ভালোবাসতে চাই, যথাসাধ্য চেষ্টা করেও
তবু পারে না ।
কিন্তু কাওকে ভালো রাখা টা সত্যি খুব কঠিন
কাওকে ভালো লাগানো টাও
একটা চ্যালেঞ্জের ব্যাপার.....
কাওকে মনের মত করে সাজিয়ে রাখা,
ও যত্নের সাথে পালন করা,
শরীরের মোহ ছাড়াই জীবনের সাথে জুড়ে থাকা,
ব্যস্ততা কাটিয়ে কাছাকাছির অজুহাত খোজা
লোভ লালসা অন্য কারো মোহ -
বা হাতছানির মাঝেও
একক ও ঐকিক ভাবে, সম্পূর্ণ রূপে.....
নিজেকে উৎসর্গ করা টাও শিল্প, একটা ত্যাগ ।
শুধু ভালো বাসা নয়,
ভালো বাসিয়েও নিতে হয়..
নিজের মতো করেই সাজিয়ে নিতে হয়
শুধু সন্মান দেওয়া নয়,
ওটা রক্ষাও করতে হয় ।
লজ্জা ভয় কাটিয়ে আপন হতে হয় ,
সুপ্ত ছেলেমানুষী টা খুঁজে নিতে হয় ,
হঠাৎই পরিবর্তনের সাথে অভ্যস্ত হতে হয়
সবার মাঝে ও তাকে অনুভব করাতে হয়
প্রয়োজনে পাশে থেকে -
পরিস্থিতির সাথে লড়তে হয়,
বাস্তবের জীবনে সহায়ক হয়ে
নির্ভরতা ভেঙে স্বনির্ভর করে তুলতে হয়,
ধৈর্য রাখতে হয়, অপেক্ষায় থাকতে হয়,
ভুল ত্রুটি শুধরে নিয়ে নতুন করে -
শুরু থেকেই শুরু করতে হয়,
গুছিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হয়,
একঘেয়েমী জীবনে নতুনত্বের স্বাদ আনতে হয়।
স্বস্তির খোঁজে বিশ্বাসে বেঁধে আকাশে উড়াতে হয়
শুধু সময় আর নিয়মে বেঁধে নয়...
ভালোবেসেই আদর ও অনুভবেই
আগলে রাখতে হয় ।
নিজের হাতে নিজের সুখ বিসর্জন দিয়ে
স্বার্থ ভুলে অক্লান্তভাবে ভালোবেসে যেতে হয়।
ভালোবাসা টা ছেলেখেলা নয়...
ভালো রাখা টাও অতটা সহজ নয়
তবে শুধু তোমারই জন্য...
আমি ওখানেই তো জিতে গেছি.....
হ্যা আমি ভালো বাসতে পেরেছি
অনেকটুকুই ভালো রাখতেও পেরেছি
তোমায় ভালো লাগিয়ে বুঝতে শিখেছি
জীবনের মাঝে খুঁজতে শিখেছি
নতুন করে গড়তে চেয়েছি
একাকীত্বের ভিড়ে জুড়ে থেকেছি
সর্ব ভাবে শুধু তোমায় ই চেয়েছি
হ্যা.... আমি ভালোবাসতে পেরেছি।