সাধাসিধে ভোলা, বাঙালি পোলা, পাতলা হ্যাবাকান্ত
মেধা সীমাহীন, স্বপ্ন অচীন, চরিত্র গহীন অন্ত ।
সদা পরিশ্রমী, উজ্জ্বল আগামী , হাঁকিছে ভবিষ্যৎ
ব্যাবহারে শ্রেয়, সবার প্রিয়, নিঃসন্দেহে একমত।
চওড়া ছাতি-বুক, খাদ্য পেটুক, শরীর আযান্ত্রিক
কুম্ভ রাশি, মুখে মৃদু হাসি, সম্পূর্ণ-সঠিক।
সঙ্গীত ধারা, করে পাগলপারা, বাঁশুরে বাউল-টি
ব্রাহ্মণ সমাজ , সুযোগ্য সু-কাজ, বিচারে উচ্চ কটি।
ত্যাগে বলিদান, জুড়ে বিশ্ব ভূবন, মহাত্মাই অর্জিত সুনাম
নমঃ নমঃ হরি, কড় জোড়ে করি, তাই ষষ্টাঙ্গে প্রণাম ।