আমি বজ্রপাতের মুখোমুখি হতে কখনো-
ভয় পাইনা,
আমি সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটতে-
ভয় পাইনা।
আমি হিংস্র সিংহের সামনে দাঁড়াতেও-
ভয় পাইনা,
শুধু তোমার সামনে দাঁড়ালেই--
আমার যত ভয়।
তুমি চোখের পলকে ঘন ঘন রূপ পাল্টাও!!