শিয়ালের মত হুক্কা হুয়া করিস সদা তুই,
উপর ভাল ভিতর মন্দ একের ভিতর দুই।
চোরের মত ধান্দা করিস পেশা ভদ্রলোক,
খারাপ নেশায় ভরপুর বদ শকুনির চোখ।
মাটি খুঁড়েই সময় পার ইঁদুরেরই মত,
স্বার্থ ফুরালে ভেসে উঠে শয়তানি যত।
মরবি কবে বলতে পারিস ভদ্র জানোয়ার?
গলার কলস ফুটা হলে কেমনে হবি পার।