নিজেকে ভাবেন সদা মস্ত বড় ভদ্রলোক
অহংকারের দেয়ালে ঘেরা চারদিক,
মায়াবীর আড়ালে তার ঘৃণা ভরা চোখ
জন্ম কর্ম তার কিছুই নাই যে ঠিক।
চলনে বলনে ধন্দায় মাতে সারাক্ষণ
বোঝা যায় তার চাপার বহু জোর,
হিংসায় ভরে থাকে সদা বহুরূপী মন
ভাবেই বোঝা যায় বড় ভদ্র চোর।