কোন আশাতে গীবত করিস
কেন লাগিস পিছু?
মৃত ভাইয়ের গোস্ত ছাড়া
আর পেলি কি কিছু?
জাহান্নাম তোর নির্ধারিত
ভেবে দেখ মনা,
দুনিয়াতে সবাই ভাই ভাই
পিতা আদম একজনা।