আমি তোমাকে ভালবাসি-
এর চেয়ে বড় সত্য পৃথিবীতে নেই,
যেদিকেই তাকাই আর কিছু দেখিনা-
দেখি শুধু তোমাকেই।
ও জান-----------
তোমারি জন্য আমার এই দেহ প্রাণ।
পথের মাঝেই আমি ভালবেসেছি তোমায়-
দেখেই এক পলকে,
একটু দেখায় কেড়ে নিলে সব আমার-
তোমার রূপের ঝলকে।
সেদিন থেকেই অন্যকিছু-
ভাবতে পারিনা কিছুতেই,
আমি তোমাকে ভালবাসি,
এর চেয়ে বড় সত্য পৃথিবীতে নেই।
সারাক্ষন ভাবি আমি কখন দেখব তোমায়-
বলবো ভালবাসি,
আমার চোখে ভাসে বারবার শুধু-
তোমার ওই মিষ্টি হাসি।
সেদিন থেকে তোমাকে খুঁজছি-
খুঁজিনা আর কাউকেই,
আমি তোমাকে ভালবাসি,
এর চেয়ে বড় সত্য পৃথিবীতে নেই।