প্রানের চেয়ে বেশী আমি-
তোমায় ভালোবাসী,
নিঃসন্দেহে পড়তে পারব-
তোমার জন্য ফাঁসি।
এপাশ ওপাশ করি রাতে-
ঘুম নাহি আসে,
চোখ বুজিলেই স্বপ্নে দেখি-
তুমি আমার পাশে।
এত ভালোবাসি তোমায়-
তবু কর হেলা,
তোমার কথা ভাবতে ভাবতেই-
কেটে যায় বেলা।
এই দেহের শিরায় শিরায়-
মিশে আছ তুমি,
মনটা দিয়ে অনুভব করনা-
কত ভালবাসি আমি।
ভালবাস আমায় ঠিকই-
বলতে কেন ভয়,
তোমায় নিয়ে স্বপ্ন বুনি-
অন্য কেউতো নয়।
নিজের ভাল বেশী বুঝ-
আমার ভাল অল্প,
তোমায় নিয়ে তবুও সাজাই-
ভালোবাসার গল্প।
---------------------
০৪/০১/২০২০ইং.
নারায়ণগঞ্জ
দুপুর -১.৩০মি.