এত বিশাল আকাশের বুকে-
হাজার তারার মাঝে চাঁদ একটাই,
এত বড় পৃথিবীতে এত লোকের মাঝে-
দেখতে চাই শুধু তোমার মুখটাই।
কোটি লোকের ভীরে তুমিই শুধু একজন,
যার মাঝে হারিয়েছি আমার এই মন।
তুমি জানো কিনা জানিনা আমার এই-
বিশাল হৃদয় রাজ্যে তুমি নিলে ঠাই,
এই হৃদয় সিংহাসনে শুধুই তুমি-
এইখানে আর কারো বসৎ নাই।
তুমি ছিলে,তুমি আছ,তুমি থাকবে,
তুমি ছাড়া কিছু নাই জেনে রাখবে।
যেদিন তুমি থাকবেনা এই পৃথিবীতে,
কখনো আসবেনা ভালবাসা নিতে।
ভাবতেই দু চোখে আসে পানি,
এত ভালবেসে যদি চলে যাও
তবে বুঝব ছিলে তুমি অভিমানী।
------------------------
১৪/১১/২০১৯ইং।
বিকাল-৪.১৫মি.
নারায়ণগঞ্জ