তুমি এলে এ মনের আকাশে-
ঝড়বে আনন্দের বৃষ্টি,
তুমি এলে ফেরাতে পারবোনা-
এ মনের অপলক দৃষ্টি।
তুমি এলে মনের আকাশের-
তারাগুলো মিটিমিটি হাসবে,
তুমি এলে এই শূন্য হৃদয়-
আনন্দের জোয়ারে ভাসবে।
তুমি এলে সমুদ্রের ঢেউয়ের শব্দে-
ভরে উঠবে বিরোহী মন,
তুমি এলে সারা পৃথিবী জানবে-
তুমি ছিলে প্রাণের প্রিয়জন।
-----------------------
৩০/০৫/২০২০ইং.
ভোর-৫.২০মি.
নারায়ণগঞ্জ